এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট ২০১৪র ফাইনালে জয় পেল স্বাগতিক বাংলাদেশফাইনালে হকি দল ৪-০ গোলে হারিয়েছে ওমানকেচ্যাম্পিয়ন বাংলাদেশ এ আসরে ৩৫টি গোলের বিপরীতে কোনো গোলই হজম করেনি

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বাংলাদেশের জয়ে খোরশেদ দুইটি এবং আশরাফুল ও সারোয়ার একটি করে গোল করেন


ম্যাচের ১৭তম মিনিটে বাংলাদেশ প্রথম গোলের দেখা পায়মিলন হোসেনের পুশ আর সারোয়ারের স্টপ থেকে গোলটি করেন খোরশেদুর রহমানএর ছয় মিনিট পর ম্যাচের ২৩তম মিনিটে স্বাগতিকরা পেনাল্টি পায়আর তা থেকে গোল আদায় করেন আশরাফুল ইসলামম্যাচের ৩৮তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবারো গোল করেন খোরশেদমিলন-সারোয়ার-খোরশেদের সমন্বয় থেকে স্কোরলাইন ৩-০ হলে মোটামুটি ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে স্বাগতিকদের হাতেআর ৫০তম মিনিটে অধিনায়ক সারোয়ারের ফিল্ড গোলে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ

শুধু চ্যাম্পিয়নই নয়, বাংলাদেশ দল ২০১৫ সালের জুনিয়র এশিয়া কাপেরও টিকিট করে নিয়েছেআর এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ হিসেবে বাংলাদেশ ও ওমান ২০১৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ পাবেসেখানে সেরা চারটি দল সুযোগ পাবে ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত যুব হকি বিশ্বকাপে

এ আসরে টানা পঞ্চম জয় পেল অনূর্ধ্ব-২১ হকি দলএর আগে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরাদ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারাআর নিজেদের তৃতীয় ম্যাচে ওমানকে ৭-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরানিজেদের চতুর্থ ম্যাচে ৭-০ গোলে স্বাগতিকরা উড়িয়ে দেয় শ্রীলঙ্কাকে

পুরোনো সংবাদ

খেলাধুলা 9081515282852233266

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item