'জাভা সাগরের তলদেশে এয়ার এশিয়ার বিমান'

ডেস্ক রিপোর্ট- ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরগামী ১৬২ যাত্রী নিয়ে নিখোঁজ এয়ার এশিয়ার কিউ জেড ৮৫০১ বিমানটি জাভা সাগরের তলদেশে আছে বলে ধারণা করছে ইন্দোনেশিয়ার অনুসন্ধান উদ্ধারকারী দল
এয়ার এশিয়ার নিখোঁজ ফ্লাইটের খোঁজ করতে গিয়ে জাভা সাগর খেকে আরো মৃতদেহ উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী সমুদ্রে ভেঙে পড়া বিমানের আরও বেশ কিছু ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে

বুধবার জাভা সমুদ্রের তলদেশে প্রেরিত সোনার থেকে পাঠানো এক ছবির তথ্য তুলে ধরে বিষয়টি জানিয়েছে দলটি তবে খারাপ আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে
মঙগলবার ৪০টি মৃতদেহ উদ্ধারের পর বুধবার সকালে আরো তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়
অনুসন্ধান উদ্ধারকারী দলের কর্মকর্তা হারনান্তো জানান, সমুদ্রের তলদেশে ৩০-৫০ মিটার লম্বা একটি বস্তু দেখা গেছে প্রার্থণা করি এটি যেন ওই প্লেনের হয়, তাহলে উদ্ধার কাজ দ্রুত সম্পন্ন সম্ভব হবে
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সুরাবায়ায় অবস্থিত জুয়ানদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার ভোরে স্থানীয় সময় সকাল ৫টা ৩৫ মিনিটে ওড়ার ৪৫ মিনিট পরই এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে এয়ার এশিয়ার এয়ার বাস ৩০০-২০০ বিমানটি

সিঙ্গাপুরের চাঙ্গি বিমান বন্দরে অবতরণ করার কথা ছিলো বিমানটির বিমানে ক্রু ১৫৫ যাত্রী মিলিয়ে মোট ১৬২ জন আরোহী ছিলেন

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item