বিদ্যুৎ-জ্বালানি বিনিময়ে আন্তঃদেশীয় গ্রিড স্থাপনে একমত সার্কভুক্ত দেশগুলো

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অভিন্ন এনার্জি রেগুলেটরি কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কাউন্সিল গঠনের বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্ট দেশের কর্মকর্তারা ঢাকায় অনুষ্ঠিত সার্ক দেশগুলোর এনার্জি রেগুলেটরি কমিশনের দুই দিনব্যাপী বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আর খান গতকাল সোমবার সকালে রাজধানীর এক
হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন চেয়ারম্যান বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ জ্বালানি বিনিময়ে আন্তঃদেশীয় গ্রিড স্থাপনেও একমত হয়েছেন সংশ্লিষ্ট দেশের নেতারা সার্ক দেশগুলোর মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে এসব সম্ভাবনা কাজে লাগাতে পারলে সব দেশ উপকৃত হবে বলেও জানান তিনি সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেন, অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে বিদ্যুতের উৎপাদন দ্রুত বাড়াতে হবে এজন্য প্রয়োজন, গ্রিড কোডের বাধা দূর করা বিদ্যুৎ সরবরাহে সিস্টেম লস কমানো এসব বিষয়ের উন্নয়নে সার্কভুক্ত দেশগুলোর একসঙ্গে কাজ করার কথা জানান তিনি সার্কের সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ-ভারত এবং ভারত ভূটানের মধ্যে বিদ্যুতের আমদানি-রপ্তানি হচ্ছে এর সঙ্গে অন্যান্য দেশকে যুক্ত করা সম্ভব হলে অঞ্চলের বিদ্যুতের চাহিদা পুরোপরি মেটানো সম্ভব হবে বলেও মনে করছেন সম্মেলনে আগত সংশ্লিষ্টরা

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item