তামিলনাড়-র মুখ্যমন্ত্রী জয়ললিতা কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে চার বছরের কারাদন্ড পাওয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে ব্যাঙ্গালুরুর হাসপাতালে স্বাস পরীৰার জন্য নেওয়া হয়েছে রায়ের পর বুকে ব্যথা অনুভব করায় সঙ্গে সঙ্গেই তাকে কারাগার হাসপাতালে পাঠানো হয়
ব্যাঙ্গালুরুর বিশেষ আদালত কঠোর নিরাপত্তার মধ্যে গতকাল শনিবার রায় দেন
সেইসঙ্গে তাকে ১০০ কোটি রুপি জরিমানা, অনাদায়ে এরা এক বছরের কারাদন্ড দেওয়া হয় ছাড়তে হচ্ছে মুখ্যমন্ত্রীর পদও
এছাড়া তাকে দশ বছরের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ করেছেন আদালত খবর এনডিটিভি টাইমস অব ইন্ডিয়া
এদিকে জয়ললিতার দল অল ইন্ডিয়া আন্না দ্রাভিডা মুনেত্রা কাজহাগাম (এআইএডিএমকে) আজ রোববার চেন্নাইতে বিশেষ অধিবেশন ডেকেছে সেই সভাতেই পরবর্তী মুখ্যমন্ত্রী  কে হবেন সে বিষয়টি ঠিক হবে
রায়ের পর তামিলনাড়ুতে থমথমে পরিসিতি বিরাজ করছে চেন্নাই তামিলনাড়ুর অন্যান্য অংশে সংঘষের্র খবরও পাওয়া গেছে
ওই এলাকায় মানুষ সংঘষের্র আশঙ্কায় দোকান-পাট বন্ধ করে দিয়েছেন কাঞ্চিপুরাম জেলায় বাসেও আগুন দিয়েছেন এআইএডিএমকে এর সমর্থকরা
১৯৯৬ সালে জয়ললিতার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ভারতীয় জনতা পাটির্র (বিজেপি) নেতা সুব্রমনিয়ম সোয়ামি ১৮ বছর পর ঘোষণা করা হলো
মামলার বিষয়ে প্রসিকিউশন জানায়, ১৯৯১ সালে জয়ললিতা যখন প্রথম মুখ্যমন্ত্রী হন তখন তার কোটি রুপির সম্পদ ছিল সে সময় মুখ্যমন্ত্রী হিসেবে তার বেতন ছিল মাত্র এক রুপি কারণ তিনি ৰমতায় এসেই ঘোষণা দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী হলে তিনি কোনো বেতন নেবেন না অথচ ৰমতার পাঁচ বছরের মেয়াদ শেষে তার পরিবারের সম্পদের মূল্য বেড়ে দাঁড়ায় ৬৬ কোটি রুপিতে যা তার তৎকালীন আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিলো না


অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item