হংকংয়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট-হংকংয়ের গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীরা সরকারি কার্যালয় ঘেরাও করতে গেলে, তাদের দমনে পুলিশ লাঠিচার্জ পিপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীরাও পাল্টা বিভিন্ন অস্ত্রশস্ত্র ছুড়ে মারে পুলিশের দিকে এদিকে, পরিস্থিতি তদন্তে ব্রিটিশ
সংসদীয় কমিটিকে হংকং প্রবেশের প্রস্তাব নাকচ করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ
গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা গতকাল রবিবার হংকংয়ের প্রধান নির্বাহী সিওয়াই লিউংয়ের কার্যালয় ঘেরাও করতে যায় এর আগে সকালে দুই মাস ধরে আন্দোলনরত বিক্ষোভকারীদের দখলে থাকা কয়েকটি ক্যাম্প পুলিশ গুঁড়িয়ে দেয় এরপরই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়
বিক্ষোভকারীরা তাদের আন্দোলনের প্রতীক ছাতা নিয়ে আসে, পুলিশ লাঠিচার্জ শুরু করলে ছাতা দিয়েই বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হয় তাদের দমনে পুলিশ পিপার স্প্রেও ব্যবহার করে বিক্ষোভকারীরা এখন বলছে, তারা তাদের আন্দোলনের পরিসর বাড়ানোর কথা ভাবছেন
এর আগে, পরিস্থিতি তদন্তে ব্রিটিশ সংসদীয় কমিটি হংকংয়ে প্রবেশের অনুমতি চাইলে তা নাকচ করে দেয় চীনা কর্তৃপক্ষ
আন্দোলনকারীরা বলছেন, তারা হংকংয়ের পরবর্তী নেতা নির্বাচনে নিজেদের অধিকার চান আর ব্যাপারে চীনের হস্তক্ষেপ তারা মেনে নেবেন না চীন সরকার বলছে, ২০১৭ সালে সাধারণ নির্বাচন হবে কিন্তু সেখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, নিজেদের পছন্দমত তাদের আগে থেকে বাছাই করে রাখতে চায় চীন সরকার

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item