ঐতিহ্যের ধারায় বিশ্বনাথে ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসবে ধরা হলো শোল গজার বোয়াল...

তানজিম আহমেদ,সিলেট প্রতিনিধি।সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী পলো বাওয়াউৎসব সম্পন্ন হয়েছে
উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের বড় বিলে সোমবার চিরায়ত বাংলার পুরনো এই বার্ষিক পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়

প্রতি বছর পৌষ মাসের পয়লা সপ্তাহে এই বিলে
পলো বাইছউৎসবের জন্যে গ্রামের দুই শতাধিক পরিবারের আত্মীয়স্বজনরা জড়ো হয়ে থাকেন এবারো এর ব্যাতিক্রম হয়নি অনেক প্রবাসীও উৎসবে সামিল হতে দেশে এসেছেন ছেলে-বুড়ো সকলের সঙ্গে তারাও দেশীয় পলো, জাল, ঠেলা জাল, হাতা জাল ইত্যাদি নিয়ে বড় বিলে মাছ ধরায় মেতেছিলেন
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পলো বাওয়ায় অনেকেই বোয়াল, শোল, গজার, কার্পু, কালিবাউস, মাগুর রুই মাছসহ বিভিন্ন জাতের মাছ ধরে ফূর্তিতে বাড়ি ফিরেছেন  
গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল জব্বার, জাহির আলী ইছহাক আলী বলেন, পাকিস্তান আমলর (আমলের) আগ তনে (পূর্বে থেকে) আমরার বাপ-দাদরা  ফলো দি (পলো) মাছ মাইরা (শিকার) আইরা (করে আসছেন)
তারা বলেন, আড়াইশ বছরেরও বেশি সময় ধরে ওই বিলে পলো বাওয়াউৎসব হচেছ
যুক্তরাজ্য প্রবাসী রেহাত আহমদ ইউনুছ আলী জানান, তারা প্রত্যেক বছর দেশে আসতে পারেননা এক বছর পর পর আসেন  মাছ ধরতে তাদের খুব ভাল লাগে

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item