শেষ মুহূর্তে ১-০ গোলে বার্সার জয়

খেলাধুলা ডেস্ক- শেষ মুহূর্তে নাটকীয়ভাবে জয়ে পেয়েছে বার্সেলোনা ভ্যালেন্সিয়ার বিপক্ষে - গোলে জয় পায় তারা অতিরিক্ত সময়ে বার্সেলোনার পক্ষে একমাত্র গোলটি করেন সার্জিও বুসটেকস
ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামে ম্যাচের চতুর্দশ মিনিটে সহজ একটি সুযোগ নষ্ট করেন লুইস সুয়ার ডি-বক্সের ভেতর বল পেয়ে
তিনি সজোরে শট নিয়েছিলেন গোলরক্ষক দিয়েগো আলভেস বরাবর বল দখলে বার্সেলোনা অনেক এগিয়ে থাকলেও প্রথমার্ধে বলতে গেলে নিষ্প্রভ ছিলেন বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকা, লিওনেল মেসি, নেইমার সুয়ারেস দ্বিতীয়ার্ধে অবশ্য একের পর এক আক্রমণ শানায় বার্সেলোনা ভ্যালেন্সিয়া মনোযোগ দেয় পাল্টা আক্রমণে
৫৮ মিনিটে আবারও দারুণ একটি সুযোগ এসেছিল সুয়ারেসের সামনে ছুটে আসা গোলরক্ষকে কাটিয়েও কোনাকুনি শটটি তিনি নেন বাইরের জালে ৭০ মিনিটে অবশ্য বল ঠিকই জালে জড়িয়েছিলেন সুয়ারেস তবে বিতর্কিতঅফসাইডের জন্য তা বাতিল হয়ে যায় পরের মিনিটে ভালো একটি সুযোগ পেয়েও গোল করতে পারেনি ভালেন্সিয়ার ফরোয়ার্ড ফেঘুইলি দারুণ দক্ষতায় তার শট ফিরিয়ে দেন গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো ৭৮ মিনিটে আবার বার্সেলোনার ত্রাতা হয়ে আসেন ব্রাভো নেগ্রেদোর জোরালো নিচু একটি শট দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে ফেরান চিলির এই গোলরক্ষক ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা মিনিটে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা
অবশেষে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে গোল পায় অতিথিরা দূরের পোস্টে মেসির ভাসানো বলে নেইমারের খুব কাছ থেকে হেড অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক আলভেস ফিরতি বলে সার্জিও বুসটেকসের শট আর ঠেকাতে পারেননি তিনি
ম্যাচ জিতে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বার্সেলোনা ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ আর ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন এতলেতিকো মাদ্রিদ

পুরোনো সংবাদ

খেলাধুলা 2197203978012465037

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item