বড় মাথায় কি বুদ্ধি বেশি?

ডেস্ক: শোনা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাথা শরীরের তুলনায় বড় ছিল আলবার্ট আইনস্টাইনের মাথাও ছিল তাঁর শরীরের তুলনায় তুলনামূলক বড় এই কারণে অনেকেই মনে করেন যাঁদের মাথা আকারে বড়, তাঁদের মস্তিষ্কও বড় আর এই কারণে তাঁদের বুদ্ধিও অন্যদের থেকে বেশি হয় ব্যাপারটা কিন্তু আদৌ বিজ্ঞানসম্মত নয়


সাধারণত মানুষের মস্তিষ্কের ওজন হয় ১৪৫০ গ্রাম মাথা বড় হলেই যে মস্তিষ্কের পরিমাণ বেড়ে যাবে, তা কিন্তু নয়! ব্রেনের গ্রে ম্যাটারের জাইর অর্থাত্কোঁচকানো অংশ বেশি থাকলে আই কিউ বেশি হয় অসুখ বা অন্য কোনো অজ্ঞাত কারণে জাইরাই কমে গেলে বুদ্ধি-সুদ্ধি লোপ পেতে থাকে
ডেস্ক: শোনা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাথা শরীরের তুলনায় বড় ছিল আলবার্ট আইনস্টাইনের মাথাও ছিল তাঁর শরীরের তুলনায় তুলনামূলক বড় এই কারণে অনেকেই মনে করেন যাঁদের মাথা আকারে বড়, তাঁদের মস্তিষ্কও বড় আর এই কারণে তাঁদের বুদ্ধিও অন্যদের থেকে বেশি হয় ব্যাপারটা কিন্তু আদৌ বিজ্ঞানসম্মত নয়

সাধারণত মানুষের মস্তিষ্কের ওজন হয় ১৪৫০ গ্রাম থা বড় হলেই যে মস্তিষ্কের পরিমাণ বেড়ে যাবে, তা কিন্তু নয়! ব্রেনের গ্রে ম্যাটারের জাইরাই অর্থাত্কোঁচকানো অংশ বেশি থাকলে আই কিউ বেশি হয় অসুখ বা অন্য কোনো অজ্ঞাত কারণে জাইরাই কমে গেলে বুদ্ধি-সুদ্ধি লোপ পেতে থাকে
বাড়ছে' - এই ভেবে আনন্দিত না হয়ে চিকিত্সকের পরামর্শ নেওয়াটাই বাঞ্ছনীয় তবে হাইড্রোকেফালাসে যেমন মাথা বড় হয়ে বুদ্ধি কমে যেতে পারে, তেমনই বিশেষ কয়েক ধরনের বিরল অসুখে মস্তিষ্ক শুকিয়ে গিয়ে মাথা ছোট হয়ে যেতে পারে একে বলে মাইক্রো কেফালি ক্ষেত্রেও দ্ধি কমে যাবার সম্ভাবনা থাকে


অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item