আকাশ সংস্কৃতির এ যুগে বিলুপ্ত হয়ে যাচ্ছে লাঠি খেলা ।


লাঠি খেলা এদেশের একটি ঐতিহ্যবাহী ভ্রাম্যমাণ পরিবেশনা শিল্প গ্রামের সাধারণ মানুষেরা তাদের নৈমিত্তিক জীবনের উৎসব-বাংলা বর্ষ বরণ, বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠান উপলক্ষে লাঠি খেলার আয়োজন করে থাকেন আবহমানকাল ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিনোদনের খোরাক জুগিয়েছে লাঠিখেলা কিন্তু কালের আর্বতনে মানুষ ভুলতে বসেছে খেলা জানা যায়, বৈশালী, পাশের বাড়ি, পিরিপাইট, বেনিয়ম, মৃত্যুবাড়ী এরকম নানা রকমের লাঠি খেলা গ্রাম বাংলায় এক সময় ব্যাপকভাবে প্রচলিত ছিল

শারীরিক কসরত প্রদর্শন নিজেদের আত্মরক্ষার্থে  বহুকাল থেকে লাঠি খেলার প্রচলন একজন ওস্তাদের নির্দেশে কখনো একক ভাবে কখনো দুই দলে ভাগ হয়ে আবার কখনো সবাই একত্রে এই লাঠি খেলা দেখানো হয়
বাংলাদেশের গ্রামে-গঞ্জে দীর্ঘদিন থেকে খেলা চলে এলেও বর্তমানে তা বিলুপ্তির পথে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে লাঠি খেলা  দেখা গেলেও তা ক্ষনিকের জন্য খেলাটি দিন দিন হারিয়ে যাওয়ার ফলে এর খেলোয়াড় সংখ্যাও কমে যাচ্ছে তৈরি হচ্ছে না নুতন খেলোয়াড় আর পুরনো অভিজ্ঞ খেলোয়াড়রা অর্থাভাবে প্রসার করতে পারছেন না খেলা
ফলে দিনে দিনে আগ্রহ হারাচ্ছেন তারা তাই নির্মল বিনোদনের খোরাক আর গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলাটি আর সচরাচর চোখে পড়ে না

সম্প্রতি নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটীর বিভিন্ন পাড়ায় চলছে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠিখেলা।পার্শবর্তী গোমনাতী,ভাউলাগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে সৌখিন দলগুলো এতে অংশগ্রহন করছে। 

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 8379892816961822891

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item