দীর্ঘদিন মোবাইল ব্যবহারে ‘ব্রেইন ক্যান্সারে’র ঝুঁকি

মোবাইল কিংবা কর্ডলেস ফোন ব্যবহারের নানা ক্ষতিকর দিক এর আগে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে মস্তিষ্কের ওপর মোবাইলের ক্ষতিকর প্রভাব নিয়েও হয়েছে গবেষণা এবার সুইডেনের গবেষকরা ভয়াবহ এক তথ্য দিয়েছেন তারা বলছেন, মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বেইন বা মস্তিষ্কের ক্যান্সারের ঝুঁকি সৃষ্টি হতে পারে গ্লিওমানামে মারাত্মক ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন তারা বছর এবং ঘণ্টার হিসাব
কষে গবেষকরা দেখেছেন, ২০ থেকে ২৫ বছর মোবাইল ব্যবহারে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি গুণ হতে পারে প্যাথোফিজিওলজিসাময়িকীতে গবেষণাপত্রটি ছাপা হয়েছে খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস যারা ২৫ বছর মোবাইল কর্ডলেস ফোন ব্যবহার করেছেন এবং যারা করেননি, তাদের মধ্যে তুলনামূলক পর্যালোচনা চালানোর পর চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হন গবেষকরা সুইডেনের ওরেব্রো এলাকার ইউনিভার্সিটি হাসপাতালের প্রধান গবেষক ক্যান্সার বিশেষজ্ঞ লেনার্ট হার্ডেল বলছিলেন, ২৫ বছর ব্যবহারের পর মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি গুণ বেড়ে যায় আমরা এটা সুস্পষ্টভাবেই বুঝতে পারছি গবেষণায় অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে যারা ২৫ বছরের বেশি সেল ফোনে কথা বলেছেন, তারা কোন এক ধরনের ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে গুণ বেশি ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন গবেষকরা যারা বছরের কম কর্ডলেস বা মোবাইল ফোন ব্যবহার করেছেন, তাদের সঙ্গে তুলনামূলক পর্যালোচনা চালানো হয় ক্ষতিকর টিউমারে আক্রান্ত হাজার ৩৮০ জনের সঙ্গে টিউমারে আক্রান্ত নন এমন নারী-পুরুষদের বেছে নেন লনার্ট হার্ডেল তার সহকর্মী মাইকেল কার্লবার্গ মস্তিষ্কের ওপর গবেষণার পাশাপাশি অংশগ্রহণকারীরা কতো বছর ধরনের ফোন ব্যবহার করেছেন, তা বিবেচনায় নেয়া হয়


পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 250794549652391729

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item