(শাবি) আবাসিক হল ছেড়েছেন ছাত্ররা।

সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আবাসিক হল ছেড়েছেন ছাত্ররা বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয় নির্দেশ পেয়ে ছাত্ররা একে একে হল ছেড়ে চলে যান সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, অল্প সময়ের মধ্যে হল ছাড়ার নির্দেশে বিপাকে পড়েন
তারা হাতের কাছে যা পেয়েছেন তা নিয়েই হল ছাড়তে বাধ্য হয়েছেন তারা ছাড়া দুটি আবাসিক হলের ছাত্রীদেরও হল ছাড়তে বলা হয়েছে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে বৃহস্পতিবার দিনব্যাপী সংঘর্ষের ঘটনার পর রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় সংঘর্ষের ওই ঘটনায় সুমন দাস নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়
পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বিকেল ৪টার পর থেকে ক্যাম্পাসের অবস্থা পুরোপুরি শান্ত হয়
এদিকে, সংঘর্ষের ওই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতারা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চকবর্তী পার্থ দ্য রিপোর্টকে বলেন, ‘অঞ্জন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাশের নেতাকর্মীরা অতর্কিত আমাদের লক্ষ্য করে গুলি করে পরে আমরা একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি
তবে ছাত্রলীগ সহ-সভাপতি অঞ্জন রায় পাল্টা অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী আমাদের ওপর প্রথমে সশস্ত্র হামলা চালায় তারা ছাত্রলীগের ঐক্য নষ্ট করতেই হামলা করেছে
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন দ্য রিপোর্টকে বলেন, ‘হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি
সিন্ডিকেট সদস্য ফারুক উদ্দিন বলেন, ‘ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক সংঘর্ষের বিষয়টি পরে খতিয়ে দেখা হবে
এদিকে, বিশ্ববিদ্যালয় ভিসির ভবনে পরবর্তী করণীয় ঠিক করতে বিকেল ৪টা থেকে দ্বিতীয় দফার বৈঠক শুরু হয় এতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর . আমিনুল হক ভূঁইয়াসহ সিন্ডিকেটের সদস্যরা উপস্থিত ছিলেন

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item