রংপুর সদর উপজেলায় শো পিচ তৈরী বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

হাজী মারুফ ॥
রংপুর সদর উপজেলার আয়োজনে তরল মেডিসিনের মাধ্যমে শো পিচ তৈরী বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। গতকাল বিকেলে রংপুর সদর উপজেলার হলরুমে ৭ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক রুহুল আমিন মিঞা। রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক নাছিমা জামান ববি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর আলম শাওন। প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। তাই নারীর উন্নয়নে নানাবিধ প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে পরিবার ও সমাজ বিনির্মানে নারীদের ভুমিকা রাখতে হবে। নারীরা অর্থনীতির উন্নয়নে এগিয়ে এলে পরিবারের দ্রুত উন্নয়ন সম্ভব। বর্তমান সমাজে স্বামী স্ত্রী দুজনকেই ভুমিকা রাখতে হবে। তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণ সম্ভব। উল্লেখ্য তরল মেডিসিনের মাধ্যমে শো পিচ তৈরী বিষয়ক প্রশিক্ষণে সদর উপজেলার ২০ জন নারী এতে অংশ নিয়েছে। সঞ্চালন করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরীন নিপা। প্রকল্পটি বাস্তবায়িত হবে উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটি রংপুর সদর। 

পুরোনো সংবাদ

রংপুর 2577619360765732121

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item