রংপুরে জাতীয় নিরাপদ দিবস পালিত

হাজী মারুফ ॥
রংপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় নিরাপদ দিবস ২০১৮  পালিত হয়েছে। গতকাল জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও বিআরটি এ রংপুরের আয়োজনে আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো এই শ্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে সচেতনতা মুলক আলোচনা করা হয়। আলোচনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক এনামুল হাবীব। জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রশিদুল মোন্নাফ কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক রুহুল আমিন মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ এলাহী ও সাইফুর রহমান সাইফ, সড়ক ও জনপদ রংপুরের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, জেলা মটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল, রংপুর জেলা ট্রাক ও ট্রাংলরি কাভার্ড ভ্যান এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক, নিরাপদ সড়ক চাই রংপুরের সভাপতি ডাঃ জিল্লুর রাব্বী, সাধারণ সম্পাদক সাজ্জাদ হায়দার স্বাধীন। এর আগে দিবসের শুরুতেই নগরীর বিভিন্ন দোকানপাট ও চলন্ত গাড়ি এবং পথচারিদের মাঝে সচেুনতামুলক লিফলেট বিতরণ করা হয়। র‌্যালী ও আলোচনায় রংপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, রোভার স্কাউট ও বিভিন্ন  সরকারী বেসরকারী সংস্থার লোকজন এতে অংশ নেন।

পুরোনো সংবাদ

রংপুর 7073363963917400190

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item