ব্যারিস্টার মইনুল হোসেন আটক


অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরার আ স ম আবদুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯ টা ৪৬ মিনিটে তাকে আটক করা হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মাহাবুব আলম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
রংপুরের একটি মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রবের বাসা যান ব্যারিস্টার মইনুল হোসেন। এরপরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসাটি ঘিরে ফেলে।

এর আগে নারীর প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। সাংবাদিক মাসুদা ভাট্টির করা মামলায় মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার সিএমএম আদালত।

অন্যদিকে একই অভিযোগে জামালপুর আদালতে দায়ের করা ২০ হাজার কোটি টাকার মানহানির মামলায়ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এদিকে এই দুই মামলায় হাইকোর্টে থেকে আগাম জামিন নেন মইনুল হোসেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 6545923032592090993

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item