জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের চির বিদায়

 জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আজ (১৮ আগস্ট) শনিবার ৮০ বছর বয়সে বিশ্ববাসীকে চির বিদায় জানালেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব।

তিনি ১৯৩৮ সালের ৮ এপ্রিল ঘানায় জন্মগ্রহণ করেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক দফতর এ তথ্য নিশ্চিত করেছে। এক টুইটে তারা বলেছে, ‘একজন মহান ব্যাক্তি, নেতা ও স্বপ্নবিলাসিকে হারিয়ে আমরা শোকগ্রস্ত’।

তিনি জাতিসংঘের সপ্তম মহাসচিব হিসেবে ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা ১০ বছর দায়িত্ব পালন করেছেন। পরে তিনি সিরিয়ায় জাতিসংঘের শান্তিদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিশ্ব শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০১ সালে শান্তিতে নোবেল পান এই মহান ব্যক্তি।

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে, সে বিষয়ে তিনি দেশটির সরকারের অনুরোধে জাতিসংঘের প্রতিনিধি হিসেবে প্রতিবেদন তৈরি করেছিলেন।

২০১৩ সালে কফি আনান ‘দ্য এলডার্স’ এর চেয়ারম্যান নিযুক্ত হন। এ সংগঠনটি বিশ্বের প্রবীণ রাজনীতিকদের একটি সংগঠন যারা মানবাধিকার নিয়ে কাজ করে। ২০০৭ সালে এটি গঠিত হয়।

এ মহান ব্যক্তির মৃত্যুতে বাংলাদেশের রাষ্টপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 2846052977906556805

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item