সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে এক যুবকের ৫ হাজার টাকা জরিমানা

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে এক যুবকের ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অর্থদন্ডপ্রাপ্ত যুবকের নাম  মো. মেহেদী হাসান মিশু (২২)। আজ(বুধবার) ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই অর্থদন্ড দেন।
 ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের সাহেবপাড়া এলাকার  মো. মঈনুল ইসলামের ছেলে মেহেদী হাসান মিশু। সে দিনাজপুর সরকারি কলেজের অনার্স ক্লাসের ছাত্র। ঘটনার দিন গত বুধবার সকালে সে শহরের সাহেবপাড়া গেটবাজার এলাকায় বসে গাঁজা সেবন করছিল। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গাঁজা সেবন অবস্থায় তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার পরিমল কুমার সরকার গাঁজা সেবনের দায়ে তাঁর ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানা অর্থ জমা দিয়ে মুক্তি পায় সে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4912141321798527353

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item