পাগলাপীরে ব্যবসায়ী লেবু মিয়া হত্যা কেন্দ্র করে এলাকায় আতঙ্ক

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার পাগলাপীরে মোঃ লেবু মিয়া নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক। গ্রেফতারের ভয়ে অনেকে বাড়িতে থাকতে পারছে না। জানা গেছে পাগলাপীরের মহাদেবপুর গান্ডারপাড়া গ্রামের মরহুম মনছুর আলীর পুত্র তামাক ব্যবসায়ী মোঃ লেবু মিয়াকে গত ১৪ই জুন রাতে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশটি পার্শ্ববর্তী মমিনপুর ইউনিয়নের মহেশপুর নেকীরহাট সড়কের পাশে ফেলে রেখে যায় দুবৃত্তরা। খবর পেয়ে ওই রাতে লাশটি উদ্ধার করেন রংপুর কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনায় নিহত লেবু মিয়ার ছোট ভাই নজরুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি এজাহার দাখিল করেন। জড়িত সন্দেহে কোতয়ালী থানার পুলিশ খলেয়া ইউনিয়নের লালচাঁদপুর ফকিরপাড়া গ্রামের মোঃ সেকেন্দার আলী, মমিনপুর ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ সবুজ মিয়া, গান্ডারপাড়া গ্রামের রফিকুল ইসলাম কমল, নিহত লেবু মিয়ার স্ত্রী সেতারা বেগম এবং বাদী নজরল ইসলামের দুই স্ত্রী সহ ৬জনকে আটক করেন। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের পর নজরুলের দুই স্ত্রীকে ছেড়ে দিলেও মামলার তদন্তের স্বার্থে বাকী ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় আটকে রেখেছেন। অনেকের সাথে নিহত লেবু মিয়ার আর্থিক লেনদেন থাকায় এবং মামালার এজাহারে কাউকে আসামী না করায় পুলিশের হাতে আটকের ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাগলাপীর এলাকার জনগনের মধ্যে। পাগলাপীরের সচেতন মহল জানান নিহত লেবু মিয়া একজন ভাল মানুষ ছিলেন। হত্যাকান্ডটি কে বা কারা করেছে তা তদন্ত করে প্রকৃত আসামীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল। এ ব্যাপারে রংপুর কোতয়ালী থানার ওসি মোঃ বাবুল হোসেন সাংবাদিককে জানান আমরা ঘাতকদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছি। তবে নিরীহ কোন জনগনকে হয়রানি করা হবে না বলে তিনি জানান। অপর দিকে পোষ্টমার্টাম শেষে ১৫ই জুলাই নিহত লেবু মিয়ার লাশ দাফন করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 8341299198032939635

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item