পাগলাপীরে পাতা মোড়ানো পোকার আক্রমনে আমন ক্ষেত নিয়ে দিশেহারা কৃষক ॥

হাবিবুর রহমান সেলিম পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে আমন ধান ক্ষেতে পাতা মোড়ানো পোকার আক্রমন ব্যপক ভাবে দেখা দেওয়ায় পুরো বছরের ক্ষেতের ফসল নিয়ে দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা। জানা গেছে কৃষি নির্ভরশীল এলাকা পাগলাপীর অঞ্চলটি। এ অঞ্চলের শতকরা ৮০ভাগ মানুষ কৃষির উপর জীবীকা নির্বাহ করে থাকেন। চলতি মৌসুমে পাগলাপীর সহ অঞ্চলের ক্ষুদ্র বর্গা সহ প্রান্তিক কৃষকরা জমিতে স্বর্ণা আগাম জাতের ধান সহ বিভিন্ন জাতের আমন ধান রোপন করেছেন। আবহাওয়া অনুকূল থাকায় ধান গাছ ভাল হয়ে হয়েছে। কিন্তু ধান গাছের পাতায় পাতা মোড়ানো পোকার হঠাৎ করে দেখা দেওয়ায় কৃষকরা ফসল নিয়ে পড়েছেন বিপাকে। অঞ্চলের কৃষকরা পুরো বছরের ক্ষেতের ফসল আমন ধান রক্ষায় ছুটা ছুটি করছেন হাট বাজারে ঔষধের দোকানে। পাগলাপীর বন্দর সহ অঞ্চলের বিভিন্ন হাট বাজারে দেশী বিদেশী কোম্পানীর তৈরীকৃত বিভিন্ন প্রকার ঔষধ পাওয়া গেলেও পাতা মোড়ানো পোকার আক্রমন থেকে রক্ষায় কোনটি আসল কোনটি নকল সে ঔষধ চিনতে বেহুশ হয়ে পড়ছেন কৃষকরা। তবে আইয়ুব আলী নামে পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জানান ক্যারোটে+এ্যারাষ্টোর মিশ্র করে ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়। এ ছাড়া সুমি আলফা + বেনজিমো মিশ্র করে ব্যবহার করলে পাতা মোড়ানো পোকার আক্রমন থেকে ভাল ফল পাওয়া যায়।

পুরোনো সংবাদ

রংপুর 787801387358450328

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item