জোড়াবাড়ীতে ভিজিএফ কার্ডের গম বিতরণে অনিয়ম চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার জোড়াবাড়ীতে ভিজিএফ কার্ডের গম বিতরণে অনিয়ম. চেয়াম্যানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে।  সরেজমিনে যানাযায়, শনিবার সকালে পরিষদ চত্বরে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় দুঃস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ কার্ডের গম বিতরণ কালে বিভিন্ন অনিয়ম দেখা দিলে সরকার দলীয় লোকজন ইউপি সচিব মোজাম্মেল হকের কাছে তালিকা দেখতে চাইলে অপারগতা প্রকাশ করায় সচিব ও চেয়ারম্যানকে লাঞ্ছিত করে। ৭ বস্তা গম বিতরণ করে কর্যক্রম বন্ধ ঘোষনা করে কর্তপক্ষ। এরই জের ধরে সন্ধ্যায় ইউনিয়ন আ’লীগ কার্যালয়ের সামনে হাজারো জনতা ও ভুক্তভুগীদের সাথে নিয়ে দূর্নীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ইউনিয়ন আ’লীগ। ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাই সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এতেশামুল হক, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি সব্যসাচী, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান টিটুল, যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক রমজান আলী, ২নং ওয়ার্ড সভাপতি রমেশ চন্দ্র, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুর রশিদ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ জানান, প্রতিটি ওয়ার্ডে ৬ থেকে ৭শত কার্ড বিতরনের কথা থাকলেও চেয়ারম্যান ও মেম্বারগণ ৩ থেকে ৪শত কার্ড বিতরণ করে এবং বাকী কার্ডগুলো তারা আতœসাৎ করে পকেটতস্থ করেছে। সাধারণ জনগনের মাল আতœসাৎ কারী দূর্নীতিবাজ চেয়ারম্যান ও মেম্বারদের দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান তারা। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 176614848250015050

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item